ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া

নিজস্ব সংবাদ :

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া

 

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে না। ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডনে যাওয়া আপতত হচ্ছে না। এ নিয়ে পঞ্চমবারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা।

সোমবার (৮ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে, আজ (সোমবার) সেই অনুমতি প্রত্যাহার চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না।

এর আগে, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এর ফলস্বরূপ, ২৭ নভেম্বর তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। চিকিৎসকরা বললেই তাকে লন্ডন নেওয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে যে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। এখন আমাদের মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। তার নিরাপত্তা ও চিকিৎসাগত দিক অত্যন্ত প্রাধান্য পাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
১৭ বার পড়া হয়েছে

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া

আপডেট সময় ০৮:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

 

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে না। ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডনে যাওয়া আপতত হচ্ছে না। এ নিয়ে পঞ্চমবারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা।

সোমবার (৮ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে, আজ (সোমবার) সেই অনুমতি প্রত্যাহার চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না।

এর আগে, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এর ফলস্বরূপ, ২৭ নভেম্বর তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। চিকিৎসকরা বললেই তাকে লন্ডন নেওয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে যে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। এখন আমাদের মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। তার নিরাপত্তা ও চিকিৎসাগত দিক অত্যন্ত প্রাধান্য পাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করছে।