ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের পোস্টাল ভোটে উৎসাহিত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ব্রিফিং

খালেদ মাসুদ রনি:

খালেদ মাসুদ রনি: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাব এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। গত শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে এই ব্রিফিংয়ে বক্তারা প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন,বিশ্বজুড়ে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের দাবি প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ—অবশেষে বাস্তবায়নের পথে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসেই ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এই উদ্যোগের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান লন্ডন বাংলা প্রেস ক্লাব।

প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম। তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী—২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।
প্রক্রিয়াটি অত্যন্ত সহজ—প্রথমে মোবাইলে Postal Vote BD অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যের ঠিকানা, যেখানে পাঠানো হবে ব্যালট পেপার।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ। এরপর অ্যাপে লগ ইন করে খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে—এ সময় অবশ্যই মোবাইলের লোকেশন অন রাখতে হবে।
ব্যালটে পছন্দের প্রার্থী নির্বাচন করে সই-সহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে জমা দিলেই ভোট সম্পন্ন।

তবে সতর্কবার্তাও দিয়েছেন কর্মকর্তারা—একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে। ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলে ডিভাইসও ব্লক হতে পারে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের মাধ্যমে যুক্তরাজ্যের সব বাংলাদেশিকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।লন্ডন বাংলা প্রেস ক্লাব বলছে—প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ শক্তি, আর ভোটই সেই মত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
২৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে বাংলাদেশিদের পোস্টাল ভোটে উৎসাহিত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ব্রিফিং

আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

খালেদ মাসুদ রনি: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাব এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। গত শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে এই ব্রিফিংয়ে বক্তারা প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন,বিশ্বজুড়ে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের দাবি প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ—অবশেষে বাস্তবায়নের পথে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসেই ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এই উদ্যোগের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান লন্ডন বাংলা প্রেস ক্লাব।

প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম। তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী—২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।
প্রক্রিয়াটি অত্যন্ত সহজ—প্রথমে মোবাইলে Postal Vote BD অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যের ঠিকানা, যেখানে পাঠানো হবে ব্যালট পেপার।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ। এরপর অ্যাপে লগ ইন করে খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে—এ সময় অবশ্যই মোবাইলের লোকেশন অন রাখতে হবে।
ব্যালটে পছন্দের প্রার্থী নির্বাচন করে সই-সহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে জমা দিলেই ভোট সম্পন্ন।

তবে সতর্কবার্তাও দিয়েছেন কর্মকর্তারা—একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে। ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলে ডিভাইসও ব্লক হতে পারে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের মাধ্যমে যুক্তরাজ্যের সব বাংলাদেশিকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।লন্ডন বাংলা প্রেস ক্লাব বলছে—প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ শক্তি, আর ভোটই সেই মত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।