ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা: ফরহাদ মজহার

নিজস্ব সংবাদ :

আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা: ফরহাদ মজহার

সরকার লালন উৎসব পালন করে প্রশংসা পেয়েছিল। সেই কৃতিত্বই নষ্ট হলো আবুল সরকারকে গ্রেপ্তারের মাধ্যমে। শাহ আলী মাজারের গাছ কাটার প্রতিবাদে যখন আমি দাঁড়াই, আমার পাশে ছিলেন আবুল সরকার। তাই তাকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদের আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

এ সময় তিনি বলেন, ‘ব্যক্তির মর্যাদা ও মতপ্রকাশের অধিকার ৫ আগস্টের পর থেকে হরণের শিকার। সেকুলার ফ্যাসিবাদ যেমন দেখেছি, তেমনই এখন ধর্মীয় ফ্যাসিবাদ মাথা তুলেছে। আমাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘হাসিনার আমলে সূফি-তরিকতপন্থীরা নির্যাতিত ছিল। ভেবেছিলাম ইউনূসের আমলে পরিবর্তন আসবে—কিন্তু উল্টোটা দেখছি। যারা মাজার ভাঙে তারা ইসলামের শত্রু, এরা ভূরাজনৈতিক সংকট তৈরি করছে; এর প্রভাব ভারতে মুসলমানদের ওপরও পড়ে।’

ফরহাদ মজহার বলেন, ‘আবুল সরকারের পালাগান ছিল নাট্যশৈলীপূর্ণ অভিনয়।

এই ন্যূনতম জ্ঞান না থাকায় তাকে ধর্ম অবমাননায় অভিযুক্ত করা মূর্খতা। আমাদের বৃহত্তর ঐক্য গঠন করতে হবে এবং জাতীয় সম্মেলনের মাধ্যমে একত্রিত হতে হবে। সমাবেশ শেষে তিনি ঘোষণা করেন, ‘সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদের ব্যানারে সারাদিনব্যাপী ভাবগানের আয়োজন ও মানিকগঞ্জে মহাসম্মেলন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৪৮ বার পড়া হয়েছে

আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা: ফরহাদ মজহার

আপডেট সময় ০৪:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

সরকার লালন উৎসব পালন করে প্রশংসা পেয়েছিল। সেই কৃতিত্বই নষ্ট হলো আবুল সরকারকে গ্রেপ্তারের মাধ্যমে। শাহ আলী মাজারের গাছ কাটার প্রতিবাদে যখন আমি দাঁড়াই, আমার পাশে ছিলেন আবুল সরকার। তাই তাকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদের আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

এ সময় তিনি বলেন, ‘ব্যক্তির মর্যাদা ও মতপ্রকাশের অধিকার ৫ আগস্টের পর থেকে হরণের শিকার। সেকুলার ফ্যাসিবাদ যেমন দেখেছি, তেমনই এখন ধর্মীয় ফ্যাসিবাদ মাথা তুলেছে। আমাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘হাসিনার আমলে সূফি-তরিকতপন্থীরা নির্যাতিত ছিল। ভেবেছিলাম ইউনূসের আমলে পরিবর্তন আসবে—কিন্তু উল্টোটা দেখছি। যারা মাজার ভাঙে তারা ইসলামের শত্রু, এরা ভূরাজনৈতিক সংকট তৈরি করছে; এর প্রভাব ভারতে মুসলমানদের ওপরও পড়ে।’

ফরহাদ মজহার বলেন, ‘আবুল সরকারের পালাগান ছিল নাট্যশৈলীপূর্ণ অভিনয়।

এই ন্যূনতম জ্ঞান না থাকায় তাকে ধর্ম অবমাননায় অভিযুক্ত করা মূর্খতা। আমাদের বৃহত্তর ঐক্য গঠন করতে হবে এবং জাতীয় সম্মেলনের মাধ্যমে একত্রিত হতে হবে। সমাবেশ শেষে তিনি ঘোষণা করেন, ‘সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদের ব্যানারে সারাদিনব্যাপী ভাবগানের আয়োজন ও মানিকগঞ্জে মহাসম্মেলন করা হবে।