ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি যদি বের হয় তাহলে রাস্তায় জায়গা হবে না: এ্যানি

নিজস্ব সংবাদ :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যদি বিএনপি বের হয় তাহলে রাস্তায় জায়গা হবে না। কারণ ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর কে ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি এই আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য। একটি ইসলামিক দলকে ইঙ্গিত করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে তারা ওই হেলমেট বাহিনীর মতো হুন্ডা দিয়ে ভোঁ ভোঁ আওয়াজ দিয়া বাহিরে বাহিরে ঘুরছে। বিএনপির রাজনীতিতে কোনো হুন্ডা থাকবে না। বিএনপির রাজনীতিতে কোনো গুণ্ডা থাকবে না।

কোনো হুন্ডা র‌্যালি নেই। বিএনপির রাজনীতিতে থাকবে সাধারণ মানুষের র‌্যালি। সাধারণ মানুষের আওয়াজ, মা-বোনদের আওয়াজ। অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করে তারা বোঝাতে চায় হাজার হাজার লোক।

বিএনপিতে এসব হুন্ডা-গুণ্ডার রাজনীতি থাকবে না। আমরা হুন্ডার আওয়াজ ও র‌্যালির কাছে কখনোই মাথা নত করিনি। এজন্যই বলছি হুন্ডা গেছে যেই পথে, আগামীতে হুন্ডা যারা চালাবে তারাও যাবে সেই পথে।

তিনি বলেন, কেউ হুন্ডার দিকে নজর দেবেন না। দুই-চারটা হুন্ডা থাকে।

কিন্তু শত শত হুন্ডা থাকতে পারে না। হাজার হাজার হুন্ডা নিয়ে ভোট হয় না, গুণ্ডামি হয়, অপরাজনীতি হয়। এই রাজনীতি থেকে আমরা ৫ আগস্ট বের হয়ে গিয়েছি। তাহলে আবার কেন সেই হুন্ডা, সেই অপসংস্কৃতি। এগুলো করার কোনো সুযোগ নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৩০ বার পড়া হয়েছে

বিএনপি যদি বের হয় তাহলে রাস্তায় জায়গা হবে না: এ্যানি

আপডেট সময় ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যদি বিএনপি বের হয় তাহলে রাস্তায় জায়গা হবে না। কারণ ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর কে ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি এই আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য। একটি ইসলামিক দলকে ইঙ্গিত করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে তারা ওই হেলমেট বাহিনীর মতো হুন্ডা দিয়ে ভোঁ ভোঁ আওয়াজ দিয়া বাহিরে বাহিরে ঘুরছে। বিএনপির রাজনীতিতে কোনো হুন্ডা থাকবে না। বিএনপির রাজনীতিতে কোনো গুণ্ডা থাকবে না।

কোনো হুন্ডা র‌্যালি নেই। বিএনপির রাজনীতিতে থাকবে সাধারণ মানুষের র‌্যালি। সাধারণ মানুষের আওয়াজ, মা-বোনদের আওয়াজ। অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করে তারা বোঝাতে চায় হাজার হাজার লোক।

বিএনপিতে এসব হুন্ডা-গুণ্ডার রাজনীতি থাকবে না। আমরা হুন্ডার আওয়াজ ও র‌্যালির কাছে কখনোই মাথা নত করিনি। এজন্যই বলছি হুন্ডা গেছে যেই পথে, আগামীতে হুন্ডা যারা চালাবে তারাও যাবে সেই পথে।

তিনি বলেন, কেউ হুন্ডার দিকে নজর দেবেন না। দুই-চারটা হুন্ডা থাকে।

কিন্তু শত শত হুন্ডা থাকতে পারে না। হাজার হাজার হুন্ডা নিয়ে ভোট হয় না, গুণ্ডামি হয়, অপরাজনীতি হয়। এই রাজনীতি থেকে আমরা ৫ আগস্ট বের হয়ে গিয়েছি। তাহলে আবার কেন সেই হুন্ডা, সেই অপসংস্কৃতি। এগুলো করার কোনো সুযোগ নেই।