ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ৩৫ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব সংবাদ :

দীর্ঘ ৩৫ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের কেন্দ্রগুলো শিক্ষার্থীদের লম্বা লাইনে অপেক্ষা করতে ও লাইন ধরে ভোট দিতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দেন চারুকলা বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা রায় নিহা।

তিনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো ভোট দিলাম। কোনোরকম ঝামেলা ছাড়াই ভোট দিয়ে খুবই ভালো লাগল।
তিনি আরো বলেন, ‘আমি আশাবাদী যারাই নির্বাচিত হবেন, ক্যাম্পাস নারীদের জন্য নিরাপদ করবেন। পাশাপাশি ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীদের পক্ষে জোড়ালো ভূমিকা রাখবেন।

দীর্ঘ ৩৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৪ এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩২৯ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় নির্বাচনে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। সহসভাপতি পদে লড়ছেন ২৪ জন এবং সাধারণ সম্পাদক পদে আছেন ২২ জন প্রার্থী। ১৪টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ৪৭৩ জন।

প্রতিটি হল সংসদে ১৪টি করে মোট পদের সংখ্যা ১৯৬টি। এ ছাড়াও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে ১০ পদে লড়ছেন ২০ জন। সব মিলিয়ে একজন ভোটারকে ৪০টি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণ হচ্ছে পাঁচ পাতার ব্যালটে ওএমআর ফরমে । এরপর মেশিনে গণনা করে ১৫টি কেন্দ্রে ফলাফল গণনা হবে এবং ব্যবসা অনুষদ ভবনে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৫ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ০২:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের কেন্দ্রগুলো শিক্ষার্থীদের লম্বা লাইনে অপেক্ষা করতে ও লাইন ধরে ভোট দিতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দেন চারুকলা বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা রায় নিহা।

তিনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো ভোট দিলাম। কোনোরকম ঝামেলা ছাড়াই ভোট দিয়ে খুবই ভালো লাগল।
তিনি আরো বলেন, ‘আমি আশাবাদী যারাই নির্বাচিত হবেন, ক্যাম্পাস নারীদের জন্য নিরাপদ করবেন। পাশাপাশি ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীদের পক্ষে জোড়ালো ভূমিকা রাখবেন।

দীর্ঘ ৩৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৪ এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩২৯ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় নির্বাচনে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। সহসভাপতি পদে লড়ছেন ২৪ জন এবং সাধারণ সম্পাদক পদে আছেন ২২ জন প্রার্থী। ১৪টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ৪৭৩ জন।

প্রতিটি হল সংসদে ১৪টি করে মোট পদের সংখ্যা ১৯৬টি। এ ছাড়াও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে ১০ পদে লড়ছেন ২০ জন। সব মিলিয়ে একজন ভোটারকে ৪০টি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণ হচ্ছে পাঁচ পাতার ব্যালটে ওএমআর ফরমে । এরপর মেশিনে গণনা করে ১৫টি কেন্দ্রে ফলাফল গণনা হবে এবং ব্যবসা অনুষদ ভবনে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।