News Title :
রাজিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
জিয়াউর রহমান জিয়া, রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর্ সোমবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ইএসডিও থ্রাইভ প্রকল্পের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে এলাহী ।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “প্রতিটি জীবনের মূল্য দাও, দুর্যোগে প্রাণহানি রোধ কর”। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
ট্যাগস :





















