News Title :
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার: ইসি সচিব
দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ প্রকাশিত সম্পূরক তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।
রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “চলতি বছরে দ্বিতীয়বারের মতো ভোটার তালিকা হালনাগাদ করে এ সংখ্যা প্রকাশ করা হলো।”
তিনি আরো বলেন, “মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।”
ইসি সূত্র জানায়, নিয়মিত হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটার যুক্ত হওয়া ও মৃত ভোটার অপসারণের পর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
ট্যাগস :
ইসি সচিব