গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে বৈঠক ডেকেছেন ট্রাম্প
গাজা উপত্যকার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসে একটি বৈঠক আহ্বান করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
উইটকফ বলেন, ‘আজ হোয়াইট হাউসে আমাদের একটি বড় বৈঠক রয়েছে, যার সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট। এটি একটি খুব বড় একটি পরিকল্পনা, যা আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি।
’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পর ‘গাজায় যুদ্ধোত্তর কোনো পরিকল্পনা আছে কি না’ জানতে চাইলে উইটকফ এ মন্তব্য করেন। এ বছরের শুরুতে প্রস্তাব করেছিলেন, যুক্তরাষ্ট্রকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে হবে। দুই মিলিয়ন বাসিন্দাকে সরিয়ে এবং সমুদ্রতীরবর্তী এই অঞ্চলকে রিয়েল এস্টেট উন্নয়নের মাধ্যমে নতুনভাবে সাজাতে চেয়েছিলেন তিনি।
তার ভাষায়, যুক্তরাষ্ট্র ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা সরিয়ে গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’তে পরিণত করবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই প্রস্তাবকে স্বাগত জানালেও অনেক ইউরোপীয় ও আরব দেশ তা তীব্র সমালোচনা করে। উইটকফ মঙ্গলবার যে বৈঠকের কথা বলেছেন, তার সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি। তবে তিনি বলেন, ‘মানুষ দেখতে পাবে, এটি কতটা শক্তিশালী, কতটা তাৎপর্যপূর্ণ ও কার্যকর।