সুমাইয়ার চমক, ইমরানুরের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার
দেশের অ্যাথলেটিকসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের সবচেয়ে বড় তারকা ইংলিশ বংশোদ্ভূত প্রবাসী দৌড়বিদ ইমরানুর রহমান। ২০২৩ সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতে চমক দেখিয়েছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপেও তার মুন্সিয়ানা দেখেছে সবাই। সেই ইমরানুর সাত-আট মাস ধরে ট্র্যাকের বাইরে ছিলেন। চোট নিয়ে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দৌড় শেষ করতে পারেননি। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে পর্যন্ত অংশ নেননি। লম্বা সময় ধরেই ফেরার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সেই ফেরাটাও হলো দুর্দান্ত। জাতীয় অ্যাথলেটিকসের সামার মিটে অংশ নিয়ে ফের দেশের দ্রুততম মানব হয়েছেন ৩২ বছর বয়সি স্প্রিন্টার। মেয়েদের ১০০ মিটার ইভেন্টে ফল নিয়ে জলঘোলা হওয়ার পর দ্রুততম মানবীর মুকুট পরেছেন সুমাইয়া দেওয়ান।
৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানবের মুকুট হারিয়েছিলেন ইমরানুর। তার অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব ফিরে পান মোহাম্মদ ইসমাইল। সেই ইসমাইলকে হারিয়েই আবারও দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর। দুজনই বাংলাদেশ নৌবাহিনীর হয়ে অংশ নেন। প্রত্যাশানুযায়ী সহজেই ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন তিনি। ১০.৬৪ সেকেন্ড টাইমিং নিয়ে শেষ করেন ইমরানুর। সেনাবাহিনীর আবদুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়। জাতীয় চ্যাম্পিয়নে স্বর্ণজয়ী ইসমাইল ১০.৮৮ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন তিনি।
তিন বছরের ব্যবধানে দেশের অন্যতম সেরা স্প্রিন্টারের খেতাব জিতেছেন যুক্তরাজ্য প্রবাসী এই ক্রীড়াবিদ। ১০০ মিটারে জাতীয় রেকর্ড গড়েছেন। টানা তিনবার হয়েছেন দ্রুততম মানব। ২০২৩ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে সেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। এ ছাড়া লন্ডনের একটি মিটে ১০.১১ সেকেন্ডে দৌড়ে গড়েছিলেন নতুন রেকর্ড। এই টাইমিং এখন বাংলাদেশের জাতীয় রেকর্ড হিসেবেও গণ্য হচ্ছে।
অন্যদিকে মেয়েদের ১০০ মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও পরে বলা হয়, ফটোফিনিশে নাকি প্রথম হয়েছেন সুমাইয়া। শিরিন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান আয়োজক অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে। তবে শেষ পর্যন্ত সুমাইয়াকেই বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে এবার ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন সুমাইয়া। দ্বিতীয় হওয়া শিরিনের লেগেছে ১২.২১ সেকেন্ড। ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার। ২০২২ জাতীয় অ্যাথলেটিকসে ১২.৩২ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া।
তিন বছর পর শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার পর সুমাইয়া বলেন, ‘পরিশ্রম করে আগের জায়গায় এসেছি। পরিবারসহ সবাইকে ধন্যবাদ জানাই।’ শিরিনকে হারানোর ব্যাপারে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সুমাইয়া। এ ব্যাপারে তিনি বলেন, ‘এবার শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। আলহামদুলিল্লাহ সফল হয়েছি।’ দক্ষিণ এশিয়ান গেসম ডাকছে সুমাইয়াকে। সেখানে নিজের সেরাটা দিতে চান তিনি, ‘চিন্তা করেছি আরও কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে চাই।’