News Title :
বাংলাদেশসহ পাঁচ দেশের সফর স্থগিত মেলোনির
বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশ সফর স্থগিত করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তবে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় নিজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করে তিনি আপাতত এই সফর স্থগিত করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘মেলোনির সফর বাতিল করা হচ্ছে না। এটা শুধু স্থগিত হচ্ছে। অদূর ভবিষ্যতে তিনি বাংলাদেশ সফর করবেন।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ অগাস্ট ঢাকায় আসার কথা ছিল ইতালির নেত্রীর। সফরসূচি অনুযায়ী, ৩১ অগাস্ট ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মেলোনির।
বাংলাদেশের পাশাপাশি তার সিঙ্গাপুর, ভিয়েতনাম, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও যাওয়ার কথা ছিল।