ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা সদস্যরা দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শিবপুরের জনকল্যাণ সমবায় সমিতির পক্ষে হারিছ মিয়া এবং স্বজন গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম। সোমবার দুপুরে উভয়পক্ষ বিলটির দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত আছে।

লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিশ্র বলেন, ধলেশ্বরী খাঞ্জা বিল নিয়ে দুটি সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও বিল নিয়ে দুইপক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় ০৮:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা সদস্যরা দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শিবপুরের জনকল্যাণ সমবায় সমিতির পক্ষে হারিছ মিয়া এবং স্বজন গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম। সোমবার দুপুরে উভয়পক্ষ বিলটির দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত আছে।

লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিশ্র বলেন, ধলেশ্বরী খাঞ্জা বিল নিয়ে দুটি সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও বিল নিয়ে দুইপক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।