জিএসসি লেস্টার শাখার গুরুত্বপূর্ণ সভায় সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচি নিয়ে আলোচনা
জিএসসি লেস্টার শাখার নির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা লেস্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় লেস্টার শাখার নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি ইস্ট মিডল্যান্ড রিজিয়নের চেয়ারপার্সন এবং জেনারেল সেক্রেটারিও উপস্থিত ছিলেন।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। আসন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রস্তুতি, পরিকল্পনা, সমন্বয় এবং অংশগ্রহণ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজন, কর্মসূচি ও কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ডাকযোগে ভোট (পোস্টাল ভোট) প্রক্রিয়ায় কমিউনিটির সমর্থন বাড়ানোর বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। সচেতনতা বৃদ্ধি ও প্রক্রিয়াটি সহজবোধ্য করার লক্ষ্যে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় এনইসি-র নতুন কমিটির আপডেটও অবহিত করা হয়।
সভায় সদ্য উমরাহ সম্পন্ন করে ফেরা দুইজন সম্মানিত সহ-সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অবশেষে উপস্থিত সদস্যরা সভার অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।



















