ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে বারে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

নিজস্ব সংবাদ :

 

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) স্থানীয় রেডিও স্টেশন রেডিও ফর্মুলা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চারজন ঘটনাস্থলেই মারা যান, আর আহত দু’জন পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালে মারা যান।

তুলার পৌর পুলিশের বরাতে জানা যায়, দুইটি পিকআপে করে আসা সশস্ত্র হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পরই তারা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

হিদালগো কর্তৃপক্ষ বলছে, তুলা এলাকাটি জ্বালানিচোরাচালানকারী অপরাধী চক্রের জন্য পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তারের পর স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

মেক্সিকোতে ২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৮০ হাজার মানুষ মাদক-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ, যাদের অনেকেই এখনো খুঁজে পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
২৭ বার পড়া হয়েছে

মেক্সিকোতে বারে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

 

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) স্থানীয় রেডিও স্টেশন রেডিও ফর্মুলা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চারজন ঘটনাস্থলেই মারা যান, আর আহত দু’জন পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালে মারা যান।

তুলার পৌর পুলিশের বরাতে জানা যায়, দুইটি পিকআপে করে আসা সশস্ত্র হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পরই তারা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

হিদালগো কর্তৃপক্ষ বলছে, তুলা এলাকাটি জ্বালানিচোরাচালানকারী অপরাধী চক্রের জন্য পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তারের পর স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

মেক্সিকোতে ২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৮০ হাজার মানুষ মাদক-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ, যাদের অনেকেই এখনো খুঁজে পাওয়া যায়নি।