ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিম্নমানের সড়ক নির্মাণে ক্ষোভ এলাকাবাসীর, ‘রাস্তার জানাজা’!

নিজস্ব সংবাদ :

নিম্নমানের সড়ক নির্মাণে ক্ষোভ এলাকাবাসীর, ‘রাস্তার জানাজা’!

পটুয়াখালীর কুয়াকাটায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী প্রতীকী জানাজা, দোয়া মাহফিল এবং জিলাপি বিতরণ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ‘কুয়াকাটা স্টুডেন্টস অ্যালায়েন্স’ নামের স্থানীয় একটি সংগঠন এ ব্যতিক্রমী জানাজার আয়োজন করে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসীরা সড়কের ওপর সাদা কাপড় বিছিয়ে ‘রাস্তার আত্মার মাগফিরাত কামনায়’ দোয়া করেন। পরে উপস্থিতদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।

তাদের দাবি, উন্নয়ন প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এটি সচেতনতামূলক নীরব প্রতিবাদ। স্থানীয়রা জানান, কুয়াকাটা সৈকতের পাশ দিয়ে নির্মিত সড়কটির ওপরের অংশ সামান্য চাপেই উঠে আসছে। সরবরাহ করা উপকরণ খুব নিম্নমানের হওয়ায় রাস্তা নির্মাণের কিছুদিনের মধ্যেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি দেখেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতীকী জানাজার মাধ্যমে প্রতিবাদ জানান।

স্থানীয়দের অভিযোগ, কলাপাড়া ও কুয়াকাটা এলাকায় কয়েক বছর ধরে বিভিন্ন সড়ক ও ড্রেনেজ প্রকল্পে মান নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে। পর্যটন এলাকার উন্নয়ন কাজগুলোতে সময়মতো তদারকি না হওয়ায় অনেক রাস্তায় দ্রুত ফাটল, ধস এবং পিচ উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে বারবার নির্দেশনা দেওয়া হলেও মাঠপর্যায়ে প্রকৌশলী উপস্থিত না থাকা, দুর্বল মনিটরিং এবং উপকরণ সরবরাহে অসংগতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। উপজেলা প্রশাসন কয়েকটি প্রকল্পে তদন্ত করলেও বাস্তবে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৩২ বার পড়া হয়েছে

নিম্নমানের সড়ক নির্মাণে ক্ষোভ এলাকাবাসীর, ‘রাস্তার জানাজা’!

আপডেট সময় ১০:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী প্রতীকী জানাজা, দোয়া মাহফিল এবং জিলাপি বিতরণ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ‘কুয়াকাটা স্টুডেন্টস অ্যালায়েন্স’ নামের স্থানীয় একটি সংগঠন এ ব্যতিক্রমী জানাজার আয়োজন করে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসীরা সড়কের ওপর সাদা কাপড় বিছিয়ে ‘রাস্তার আত্মার মাগফিরাত কামনায়’ দোয়া করেন। পরে উপস্থিতদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।

তাদের দাবি, উন্নয়ন প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এটি সচেতনতামূলক নীরব প্রতিবাদ। স্থানীয়রা জানান, কুয়াকাটা সৈকতের পাশ দিয়ে নির্মিত সড়কটির ওপরের অংশ সামান্য চাপেই উঠে আসছে। সরবরাহ করা উপকরণ খুব নিম্নমানের হওয়ায় রাস্তা নির্মাণের কিছুদিনের মধ্যেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি দেখেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতীকী জানাজার মাধ্যমে প্রতিবাদ জানান।

স্থানীয়দের অভিযোগ, কলাপাড়া ও কুয়াকাটা এলাকায় কয়েক বছর ধরে বিভিন্ন সড়ক ও ড্রেনেজ প্রকল্পে মান নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে। পর্যটন এলাকার উন্নয়ন কাজগুলোতে সময়মতো তদারকি না হওয়ায় অনেক রাস্তায় দ্রুত ফাটল, ধস এবং পিচ উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে বারবার নির্দেশনা দেওয়া হলেও মাঠপর্যায়ে প্রকৌশলী উপস্থিত না থাকা, দুর্বল মনিটরিং এবং উপকরণ সরবরাহে অসংগতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। উপজেলা প্রশাসন কয়েকটি প্রকল্পে তদন্ত করলেও বাস্তবে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।