ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তাহের ব্যবধানে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ৫ অজগর উদ্ধার

নিজস্ব সংবাদ :

সপ্তাহের ব্যবধানে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ৫ অজগর উদ্ধার

এক সপ্তাহের ব্যবধানে শ্রীমঙ্গল থেকে ৫টি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত ২৩ নভেম্বর থেকে আজ ২৯ নভেম্বর পর্যন্ত এসব সাপ উদ্ধার করা হয়।

২৩ নভেম্বর উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর পরদিন ২৪ নভেম্বর দুপুর ১টার দিকে প্রায় ২০ কেজি ও ১২ ফুট দৈর্ঘ্যের আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়।

এরপর ২৭ নভেম্বর দুপুর ৩টার দিকে একই এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় হঠাৎ দেওয়ালের ওপর একটি অজগার সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

তারপর ২৮ নভেম্বর সকালে উপজেলার নোয়াগাঁও ফকিরবাড়ির সংলগ্ন ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় একটি সাপ দেখতে পায়। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেয়।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা সাপটি ধরে নিয়ে যায়।

সবশেষ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের নজরুল কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে, মৌসুমী ডেকোরেটর্সের বাসার পাশে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারাবাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে খবর দেয়। পরে তারা অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত অজগর সাপটি তারা শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৩৫ বার পড়া হয়েছে

সপ্তাহের ব্যবধানে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ৫ অজগর উদ্ধার

আপডেট সময় ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

এক সপ্তাহের ব্যবধানে শ্রীমঙ্গল থেকে ৫টি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত ২৩ নভেম্বর থেকে আজ ২৯ নভেম্বর পর্যন্ত এসব সাপ উদ্ধার করা হয়।

২৩ নভেম্বর উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর পরদিন ২৪ নভেম্বর দুপুর ১টার দিকে প্রায় ২০ কেজি ও ১২ ফুট দৈর্ঘ্যের আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়।

এরপর ২৭ নভেম্বর দুপুর ৩টার দিকে একই এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় হঠাৎ দেওয়ালের ওপর একটি অজগার সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

তারপর ২৮ নভেম্বর সকালে উপজেলার নোয়াগাঁও ফকিরবাড়ির সংলগ্ন ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় একটি সাপ দেখতে পায়। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেয়।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা সাপটি ধরে নিয়ে যায়।

সবশেষ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের নজরুল কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে, মৌসুমী ডেকোরেটর্সের বাসার পাশে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারাবাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে খবর দেয়। পরে তারা অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত অজগর সাপটি তারা শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।