ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনিসে সিটি কাউন্সিলের সহযোগিতায় ইতালীয় কোর্স ও নাগরিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি :

ইতালির ভেনিসের মেস্ত্রেয় বাংলাদেশি অভিবাসীদের জন্য বিশেষ ইতালীয় ভাষা কোর্স ও নাগরিক শিক্ষা চালু করা হচ্ছে। আরআইসি একাডেমির তত্ত্বাবধানে এই উদ্যোগে যুক্ত রয়েছে স্থানীয় সিটি কাউন্সিল বা কমুনে। নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি অভিবাসীরা ইতালীয় ভাষায় দক্ষতা অর্জন করে- স্থানীয় সমাজ ও কর্মক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবেন বলে ধারণা করা হয়।

বুধবার সন্ধ্যায় মেস্ত্রের একটি হলরুমে আয়োজন করা হয় এ বিষয়ক এক সেমিনার। সিটি কাউন্সিলের প্রতিনিধি হিসেবে এতে যোগদান এডভোকেট যুসেপ্পে কাসচো। অনুষ্ঠান পরিচালনা এবং অনুবাদক হিসাবে কথা বলেন, আরআইসি একাডেমির পরিচালক রিতু মিয়া।

অ্যাডভোকেট যুসেপ্পে বলেন, অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি বাড়ানো ও দৈনন্দিন জীবনে যোগাযোগ সহজ করতে এ ধরনের উদ্যোগকে কমুনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কোর্সটি বাংলাদেশি অংশগ্রহণকারীদের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে, যাতে তারা দৈনন্দিন কথোপকথনসহ নিজেদের অধিকার ও আচার-আচরণ সচেতন হতে পারেন।

সেমিনারে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মতামত নেয়া হয়। এ সময় তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাডভোকেট যুসেপ্পে।

কমুনের সহযোগিতায় আয়োজিত এই কোর্স ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটিতে উৎসাহ সৃষ্টি করেছে। বিশেষ করে আর আই সি একাডেমির পরিচালক রিতু মিয়া কমিউনিটির পরিচিত মুখ এবং ইতালিতে ভাষা ও নাগরিক শিক্ষা সম্প্রসারণে অভিজ্ঞ মানুষ হওয়ায়, এর গুরুত্ব বেড়েছে বহু গুণে। অনেক মানুষ ইতোমধ্যে কোর্সটির জন্য নিবন্ধন করছেন বলে জানা গেছে।

রিতু মিয়া ইতালিতে বড় হয়েছেন এবং স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তিনি ইতালির বাংলাদেশি কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। সামাজিক ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রবাসে বাংলাদেশীদের মর্যাদা বৃদ্ধি করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৩৪ বার পড়া হয়েছে

ভেনিসে সিটি কাউন্সিলের সহযোগিতায় ইতালীয় কোর্স ও নাগরিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি :

ইতালির ভেনিসের মেস্ত্রেয় বাংলাদেশি অভিবাসীদের জন্য বিশেষ ইতালীয় ভাষা কোর্স ও নাগরিক শিক্ষা চালু করা হচ্ছে। আরআইসি একাডেমির তত্ত্বাবধানে এই উদ্যোগে যুক্ত রয়েছে স্থানীয় সিটি কাউন্সিল বা কমুনে। নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি অভিবাসীরা ইতালীয় ভাষায় দক্ষতা অর্জন করে- স্থানীয় সমাজ ও কর্মক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবেন বলে ধারণা করা হয়।

বুধবার সন্ধ্যায় মেস্ত্রের একটি হলরুমে আয়োজন করা হয় এ বিষয়ক এক সেমিনার। সিটি কাউন্সিলের প্রতিনিধি হিসেবে এতে যোগদান এডভোকেট যুসেপ্পে কাসচো। অনুষ্ঠান পরিচালনা এবং অনুবাদক হিসাবে কথা বলেন, আরআইসি একাডেমির পরিচালক রিতু মিয়া।

অ্যাডভোকেট যুসেপ্পে বলেন, অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি বাড়ানো ও দৈনন্দিন জীবনে যোগাযোগ সহজ করতে এ ধরনের উদ্যোগকে কমুনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কোর্সটি বাংলাদেশি অংশগ্রহণকারীদের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে, যাতে তারা দৈনন্দিন কথোপকথনসহ নিজেদের অধিকার ও আচার-আচরণ সচেতন হতে পারেন।

সেমিনারে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মতামত নেয়া হয়। এ সময় তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাডভোকেট যুসেপ্পে।

কমুনের সহযোগিতায় আয়োজিত এই কোর্স ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটিতে উৎসাহ সৃষ্টি করেছে। বিশেষ করে আর আই সি একাডেমির পরিচালক রিতু মিয়া কমিউনিটির পরিচিত মুখ এবং ইতালিতে ভাষা ও নাগরিক শিক্ষা সম্প্রসারণে অভিজ্ঞ মানুষ হওয়ায়, এর গুরুত্ব বেড়েছে বহু গুণে। অনেক মানুষ ইতোমধ্যে কোর্সটির জন্য নিবন্ধন করছেন বলে জানা গেছে।

রিতু মিয়া ইতালিতে বড় হয়েছেন এবং স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তিনি ইতালির বাংলাদেশি কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। সামাজিক ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রবাসে বাংলাদেশীদের মর্যাদা বৃদ্ধি করছেন।