ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক বসছে জোহরান মামদানি

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। হোয়াইট হাউসে এই বৈঠকটি হতে যাচ্ছে রিপাবলিকান কোনো নেতার সঙ্গে মামদানির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প জানান, মামদানিই বৈঠকের অনুরোধ করেছেন। অপরদিকে এক বিবৃতিতে মামদানিও বৈঠকের কথা নিশ্চিত করেছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিউইয়র্কবাসীর উদ্বেগ নিয়ে কথা বলার জন্য তাঁর ব্যক্তিগত দলই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল।

মেয়র নির্বাচনের সময় মামদানির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভোটারদের মামদানিকে ভোট না দিতেও আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজ দলের প্রার্থী কার্টিস স্লিওয়ার বদলে প্রত্যক্ষ সমর্থন দিয়েছিলেন সতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে।

মামদানি বলেন, ‘আমি শুধু প্রেসিডেন্টের সঙ্গে সোজাসাপ্টা কথা বলতে চাই। তাঁকে বলতে চাই, সত্যিকার অর্থে নিউইয়র্কবাসীর পাশে দাঁড়ানোর মানে কী এবং কীভাবে নিউইয়র্কবাসী এই শহরে টিকে থাকার জন্য লড়াই করছে।’

গণতান্ত্রিক সমাজতন্ত্রী পরিচয় দেওয়া মামদানি মেয়র হলে নিউইয়র্কের জন্য বাড়তি ফেডারেল অর্থ ছাড় না দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বেশ কয়েকবার বলেছেন, তাঁর (মামদানি) জয় নিউইয়র্কের জন্য বিপর্যয় ডেকে আনবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৩২ বার পড়া হয়েছে

শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক বসছে জোহরান মামদানি

আপডেট সময় ০৬:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। হোয়াইট হাউসে এই বৈঠকটি হতে যাচ্ছে রিপাবলিকান কোনো নেতার সঙ্গে মামদানির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প জানান, মামদানিই বৈঠকের অনুরোধ করেছেন। অপরদিকে এক বিবৃতিতে মামদানিও বৈঠকের কথা নিশ্চিত করেছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিউইয়র্কবাসীর উদ্বেগ নিয়ে কথা বলার জন্য তাঁর ব্যক্তিগত দলই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল।

মেয়র নির্বাচনের সময় মামদানির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভোটারদের মামদানিকে ভোট না দিতেও আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজ দলের প্রার্থী কার্টিস স্লিওয়ার বদলে প্রত্যক্ষ সমর্থন দিয়েছিলেন সতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে।

মামদানি বলেন, ‘আমি শুধু প্রেসিডেন্টের সঙ্গে সোজাসাপ্টা কথা বলতে চাই। তাঁকে বলতে চাই, সত্যিকার অর্থে নিউইয়র্কবাসীর পাশে দাঁড়ানোর মানে কী এবং কীভাবে নিউইয়র্কবাসী এই শহরে টিকে থাকার জন্য লড়াই করছে।’

গণতান্ত্রিক সমাজতন্ত্রী পরিচয় দেওয়া মামদানি মেয়র হলে নিউইয়র্কের জন্য বাড়তি ফেডারেল অর্থ ছাড় না দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বেশ কয়েকবার বলেছেন, তাঁর (মামদানি) জয় নিউইয়র্কের জন্য বিপর্যয় ডেকে আনবে।