সিলেটে নভেম্বরের ১৮ দিনে শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত
সিলেটে গত চব্বিশ ঘণ্টায় (মঙ্গলবার) ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে নভেম্বরের ১৮ দিনে ১০২ জন ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা দাঁড়ালো। সিলেট স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন রোগী ভর্তি আছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৫ জন রোগী ভর্তি আছেন। এছাড়া মৌলভীবাজারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ২ জন রোগী ভর্তি আছেন বলে জানা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেটে ৪১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২২২ জনসহ সিলেটে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৩ জন ও সুনামগঞ্জে ৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর সুনামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জীবাণু বহনকারী এডিস মশার জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে। পূর্বে এ মশা শুধু দিনে কামড়ালেও এখন দিনে বা রাতে যেকোনো সময়েই কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ দিনে-রাতে যেকোনো সময় ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।





















