News Title :
গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা কামরুজ্জামান রতন
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহানুভূতি জানান।
এ সময় তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বস্তা করে চাল ও মোট চার লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
কামরুজ্জামান রতন বলেন, “দুর্যোগের এই মুহূর্তে বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং থাকবে। মানবিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ট্যাগস :





















