ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
টক শো, সংলাপে ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি না করার নির্দেশ সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন: ১৪ কর্মচারী বরখাস্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল ভারত শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা জানা গেলো ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ অবস্থা হাদির উপর হামলাকারী শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী : প্রধান উপদেষ্টা হাদিকে গুলি : ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব সংবাদ :

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া দু–তিনজন ছাড়া অধিকাংশ নেতা–কর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে।

ভিডিওটিতে দেখা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। মিছিলে ১৫-২০ জন নেতা–কর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ সময় নেতা–কর্মীরা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও পোস্ট করে দেলওয়ার হোসেন লিখেছেন, অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে।
একই ভিডিও টেলেন্ট কান্তি দাশ ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেও আপলোড করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি মহানগর পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ১১:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া দু–তিনজন ছাড়া অধিকাংশ নেতা–কর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে।

ভিডিওটিতে দেখা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। মিছিলে ১৫-২০ জন নেতা–কর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ সময় নেতা–কর্মীরা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও পোস্ট করে দেলওয়ার হোসেন লিখেছেন, অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে।
একই ভিডিও টেলেন্ট কান্তি দাশ ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেও আপলোড করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি মহানগর পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।