ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

নিজস্ব সংবাদ :

নির্বাচনি প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ। একইসঙ্গে সরওয়ার বাবলা নামে আরেক বিএনপি কর্মীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার হাজীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আহত অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থী এরশাদ উল্লাহ এবং দলটির কর্মী সরওয়ারকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এরশাদ উল্লাহ সাহেব নির্বাচনি প্রচারণায় গিয়েছিলেন। সেখানে উনার ওপর হামলা হয়েছে। উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এভারকেয়ার হাসপাতালে আছেন। উনি ঝুঁকিমুক্ত আছেন বলে আমরা জানতে পেরেছি। আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখছি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল সারাবাংলাকে বলেন, ‘নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করেছেন এরশাদ উল্লাহ ভাই। সভা শেষ করে তিনি সেখানে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হেঁটে যাবার সময় সন্ত্রাসীরা অতর্কিতে গুলি করে।’

এদিকে এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
৬০ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

আপডেট সময় ০৬:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ। একইসঙ্গে সরওয়ার বাবলা নামে আরেক বিএনপি কর্মীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার হাজীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আহত অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থী এরশাদ উল্লাহ এবং দলটির কর্মী সরওয়ারকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এরশাদ উল্লাহ সাহেব নির্বাচনি প্রচারণায় গিয়েছিলেন। সেখানে উনার ওপর হামলা হয়েছে। উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এভারকেয়ার হাসপাতালে আছেন। উনি ঝুঁকিমুক্ত আছেন বলে আমরা জানতে পেরেছি। আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখছি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল সারাবাংলাকে বলেন, ‘নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করেছেন এরশাদ উল্লাহ ভাই। সভা শেষ করে তিনি সেখানে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হেঁটে যাবার সময় সন্ত্রাসীরা অতর্কিতে গুলি করে।’

এদিকে এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।