ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৬৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে বার্মিংহামের স্থানীয় এক রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল নুর খছরু। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাংবাদিক বদরুল আলম ও বদরুল ইসলাম রাজা। মাওলানা আব্দুস ছামাদ মুহিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত মো. সামাদ মিয়া জাকারিয়া ও নুরুস সামাদ চৌধুরী।
সভায় ঘিলাছড়া স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন — মইজ উদ্দিন, খালেদ আহমদ চৌধুরী, জিয়াউল ইসলাম টিটু, তাহেরা সিদ্দিকী, মাছুমা সিদ্দিকা লাকি, কালাম চৌধুরী, নজরুল ইসলাম, সাইদ আহমদ, মাজ্জুম হাসান, আব্দুল মুমিন চৌধুরী, বেলাল আহমদ, টিপু আহমদ, তাঞ্জিমুল হাসান নান্না, জালাল আহমদ, নজমুল হাসান, রুমন হালিম ও রেদওয়ানুর রহমান রায়হান।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।
অনুষ্ঠান বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম সভায় বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২২ লাখ ২০ হাজার টাকা ফান্ড রেইজ করা হয়।





















