বাংলাদেশ এসোসিয়েশন লেস্টারের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত
লেষ্টার প্রতিনিধি মোহাম্মাদ আজমল হোসেন : গত ২১ই অক্টোবর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন লেস্টার কর্তৃক পিঠা উৎসব এর আয়োজন করা হয়। সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রায় ৩২ জন মহিলা সদস্যবৃন্দ এবং ভাবিদের নিজ হাতে বানানো রকমারি রকমের বাংলাদেশী পিঠার আয়োজন করা হয়। এতে ফুটে উঠে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রকমারি পিঠার ডিজাইন ও স্বাদ। অনুষ্ঠানটি উপভোগ করেন লেস্টারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষজন।

অনেকেই ছুটে আসেন ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে তাদেরকে বাংলাদেশী কালচার এবং বাংলাদেশী সংস্কৃতির সাথে পরিচিত করানোর জন্য। বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ শহিদুল্লাহ বলেন – আমরা চাই লেস্টারে সুন্দর একটি সম্প্রীতি গড়ে তুলতে। এবং বাংলাদেশী কালচারকে নতুন জেনারেশন এর কাছে তুলে ধরতে। তাই আমরা ভিন্নধর্মী এই আয়োজনগুলো করে থাকি। তিনি আরো ধন্যবাদ জানান লেস্টার কমিউনিটির সর্বস্তরের জনগণকে যারাই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছেন।
সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন শামীম বলেন, আমরা চাই লেস্টারকে সব সময় নতুন কিছু উপহার দিতে, যেহেতু আমরা দেশের বাইরে থাকি দেশকে অনেক মিস করি এবং দেশের ঐতিহ্য এবং সাংস্কৃতি আমরা এখানে তেমনটা দেখতে পাই না, আমরা যেন সেটা ভুলে না যাই দেশের প্রতি আমাদের ভালোবাসা যেন অটুট থাকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদের বাবা-মায়ের ঐতিহ্যকে লালন করতে পারে এবং পারিবারিক সম্প্রীতি যেন তাদের মধ্যেও গড়ে ওঠে সেই জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা।

এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য বাংলাদেশ এসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য আপ্রাণ চেষ্টা করেছেন। বিশেষ করে সংগঠনের সাথে সংশ্লিষ্ট মহিলা সদস্যগণ এবং ভাবীরা অনেক কষ্ট করেছেন বাংলাদেশের কালচার ফুটিয়ে তুলতে। এবং তারা ভবিষ্যতেও এইরকম কার্যক্রম চালিয়ে যাবেন আমাদের লেস্টারে বসবাসরত বাংলাদেশী কমেনিটির জন্য।





















