ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদ :

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর এলাকার মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার শওকত আলীর ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।

পুলিশ জানায়, সুফিয়ান ও সায়েম মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে খিলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
৬২ বার পড়া হয়েছে

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৪:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর এলাকার মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার শওকত আলীর ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।

পুলিশ জানায়, সুফিয়ান ও সায়েম মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে খিলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।