ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিসরে যাচ্ছেন মার্কিন দূতরা

নিজস্ব সংবাদ :

গাজায় যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের দূতরা মিসরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফকে শনিবার মিসরে পাঠানো হচ্ছে, যেখানে তারা বন্দি বিনিময় সংক্রান্ত প্রযুক্তিগত বিষয় চূড়ান্ত করবেন এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইতিমধ্যেই হামাস ট্রাম্পের পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি আশা করছেন আগামী কয়েক দিনের মধ্যেই অবশিষ্ট সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দেশটিতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদলও বৈঠকে যোগ দেবে। আলোচনায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে প্রস্তাবিত চুক্তি নিয়ে কথা হবে।

এই বৈঠকগুলো হচ্ছে এক মাস পর, যখন কাতারে হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি বিমান হামলার কারণে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায়। সেই হামলায় ছয়জন নিহত হলেও মূল লক্ষ্যবস্তু নিহত হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
৫৮ বার পড়া হয়েছে

গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিসরে যাচ্ছেন মার্কিন দূতরা

আপডেট সময় ০২:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের দূতরা মিসরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফকে শনিবার মিসরে পাঠানো হচ্ছে, যেখানে তারা বন্দি বিনিময় সংক্রান্ত প্রযুক্তিগত বিষয় চূড়ান্ত করবেন এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইতিমধ্যেই হামাস ট্রাম্পের পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি আশা করছেন আগামী কয়েক দিনের মধ্যেই অবশিষ্ট সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দেশটিতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদলও বৈঠকে যোগ দেবে। আলোচনায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে প্রস্তাবিত চুক্তি নিয়ে কথা হবে।

এই বৈঠকগুলো হচ্ছে এক মাস পর, যখন কাতারে হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি বিমান হামলার কারণে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায়। সেই হামলায় ছয়জন নিহত হলেও মূল লক্ষ্যবস্তু নিহত হয়নি।