ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লেস্টারে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

মোহাম্মদ আজমল হোসেন, যুক্তরাজ্য লেস্টার:

লেস্টারে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

মোহাম্মদ আজমল হোসেন, যুক্তরাজ্য লেস্টার: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টারের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেস্টারের সেন্ট পিটার্স হাইফিল্ডস চার্চে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মৌলানা মো. নুরুল ইসলাম খানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটির প্রবীণ মুরব্বি ফারুকুজ জামান এবং পরিচালনা করেন ফজলুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদার, আবুল বাশার মিশু, বাইতুল মোকারম মসজিদের চেয়ারম্যান খসরু মিয়া, নিজামুল ইসলাম চৌধুরী, আজিজুর রহমান, সাবেক কাউন্সিলর শারমিন রহমান, আলিফ উদ্দিন ও টিপু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রবাসে টিকে থাকতে হলে ঐক্য ও সহযোগিতার বিকল্প নেই।

পরে প্রধান নির্বাচন কমিশনার হাজি আব্দুল কাইয়ুম সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন আবু তাহের এমবিই, সাধারণ সম্পাদক আনছার মিয়া এবং কোষাধ্যক্ষ আফছার উদ্দিন।

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি আবু তাহের এমবিই বলেন, “এ দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সাথে বড় দায়বদ্ধতা। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা একটি ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী কমিউনিটি গড়ে তুলতে পারব।”

সাধারণ সম্পাদক আনছার মিয়া বলেন, “কমিউনিটির ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি চেষ্টা করব এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে এবং লেস্টারে বসবাসরত সিলেটি তথা সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য কার্যকর ভূমিকা রাখতে।”

সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টার প্রবাসী কমিউনিটির স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
৯২ বার পড়া হয়েছে

লেস্টারে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

আপডেট সময় ০৫:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

মোহাম্মদ আজমল হোসেন, যুক্তরাজ্য লেস্টার: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টারের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেস্টারের সেন্ট পিটার্স হাইফিল্ডস চার্চে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মৌলানা মো. নুরুল ইসলাম খানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটির প্রবীণ মুরব্বি ফারুকুজ জামান এবং পরিচালনা করেন ফজলুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদার, আবুল বাশার মিশু, বাইতুল মোকারম মসজিদের চেয়ারম্যান খসরু মিয়া, নিজামুল ইসলাম চৌধুরী, আজিজুর রহমান, সাবেক কাউন্সিলর শারমিন রহমান, আলিফ উদ্দিন ও টিপু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রবাসে টিকে থাকতে হলে ঐক্য ও সহযোগিতার বিকল্প নেই।

পরে প্রধান নির্বাচন কমিশনার হাজি আব্দুল কাইয়ুম সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন আবু তাহের এমবিই, সাধারণ সম্পাদক আনছার মিয়া এবং কোষাধ্যক্ষ আফছার উদ্দিন।

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি আবু তাহের এমবিই বলেন, “এ দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সাথে বড় দায়বদ্ধতা। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা একটি ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী কমিউনিটি গড়ে তুলতে পারব।”

সাধারণ সম্পাদক আনছার মিয়া বলেন, “কমিউনিটির ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি চেষ্টা করব এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে এবং লেস্টারে বসবাসরত সিলেটি তথা সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য কার্যকর ভূমিকা রাখতে।”

সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টার প্রবাসী কমিউনিটির স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।