ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে

নিজস্ব সংবাদ :

বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইউরোপের তিন দেশ থেকে ২৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

বিমানবন্দর সূত্র জানায়, ফেরত আসা সবাই দীর্ঘদিন ধরে ওই দেশগুলোতে অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করে আইনগত প্রক্রিয়া শেষে বাংলাদেশে পাঠিয়েছে।

ফেরত আসা বেশির ভাগের অভিযোগ, দালালের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে ইউরোপে গেলেও কাগজপত্র না থাকায় বৈধভাবে কাজের সুযোগ পাননি। ফলে অনেকেই আটক হয়েছেন বা নানা সমস্যার মুখে পড়েছেন।

সূত্র জানায়, ইউরোপে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঢাকার নিয়মিত যোগাযোগ চলছে। এর অংশ হিসেবে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে একাধিকবার ইতালি, গ্রিস, সাইপ্রাস ও অস্ট্রিয়া থেকেও বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)-এর আওতায় যৌথ রিটার্ন অপারেশনের মাধ্যমে সর্বশেষ এই ২৯ জনকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে ১৪ জন ছিলেন গ্রিসে, বাকিরা অবস্থান করছিলেন ইতালি ও সাইপ্রাসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে

আপডেট সময় ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইউরোপের তিন দেশ থেকে ২৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

বিমানবন্দর সূত্র জানায়, ফেরত আসা সবাই দীর্ঘদিন ধরে ওই দেশগুলোতে অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করে আইনগত প্রক্রিয়া শেষে বাংলাদেশে পাঠিয়েছে।

ফেরত আসা বেশির ভাগের অভিযোগ, দালালের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে ইউরোপে গেলেও কাগজপত্র না থাকায় বৈধভাবে কাজের সুযোগ পাননি। ফলে অনেকেই আটক হয়েছেন বা নানা সমস্যার মুখে পড়েছেন।

সূত্র জানায়, ইউরোপে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঢাকার নিয়মিত যোগাযোগ চলছে। এর অংশ হিসেবে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে একাধিকবার ইতালি, গ্রিস, সাইপ্রাস ও অস্ট্রিয়া থেকেও বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)-এর আওতায় যৌথ রিটার্ন অপারেশনের মাধ্যমে সর্বশেষ এই ২৯ জনকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে ১৪ জন ছিলেন গ্রিসে, বাকিরা অবস্থান করছিলেন ইতালি ও সাইপ্রাসে।