ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘে সত্য ঘটনা তুলে ধরব: নেতানিয়াহু

নিজস্ব সংবাদ :

জাতিসংঘে সত্য ঘটনা তুলে ধরব: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফর শুরু করার আগে দেওয়া এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর নিন্দা করেছেন। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদে, আমি আমাদের সত্য কথা বলবো- ইসরায়েলের নাগরিকদের সত্য, ইসরায়েলের সৈন্যদের সত্য, আমাদের জাতির সত্য।”

নেতানিয়াহু আরো বলেন, “জাতিসংঘে আমি সেই নেতাদের নিন্দা করব যারা- খুনি, ধর্ষক এবং শিশুদের পুড়িয়ে মারার (হামাসের) নিন্দা করার পরিবর্তে- ইসরায়েলের হৃদয়ে একটি রাষ্ট্র (ফিলিস্তিন) প্রতিষ্ঠা করতে চান। এটি ঘটবে না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “আমি তার (ট্রাম্পের) সঙ্গে আমাদের সামরিক অভিযান যে দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে তা নিয়ে আলোচনা করব। সেইসঙ্গে যুদ্ধের লক্ষ্যগুলো পূরণ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করব- আমাদের সব জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসকে পরাজিত করা এবং আমাদের জন্য উন্মুক্ত শান্তির বৃত্ত প্রসারিত করা।”

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানা গেছে। তবে তিনি মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকায় ভিডিওর মাধ্যমে নিজ বক্তব্য রাখবেন।

আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য আব্বাস ও তার জ্যেষ্ঠ সহযোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার পদক্ষেপ খুবই অস্বাভাবিক ঘটনা। তবে, সাধারণ পরিষদে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থায় ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ার পক্ষে ভোট দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে

জাতিসংঘে সত্য ঘটনা তুলে ধরব: নেতানিয়াহু

আপডেট সময় ০৪:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফর শুরু করার আগে দেওয়া এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর নিন্দা করেছেন। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদে, আমি আমাদের সত্য কথা বলবো- ইসরায়েলের নাগরিকদের সত্য, ইসরায়েলের সৈন্যদের সত্য, আমাদের জাতির সত্য।”

নেতানিয়াহু আরো বলেন, “জাতিসংঘে আমি সেই নেতাদের নিন্দা করব যারা- খুনি, ধর্ষক এবং শিশুদের পুড়িয়ে মারার (হামাসের) নিন্দা করার পরিবর্তে- ইসরায়েলের হৃদয়ে একটি রাষ্ট্র (ফিলিস্তিন) প্রতিষ্ঠা করতে চান। এটি ঘটবে না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “আমি তার (ট্রাম্পের) সঙ্গে আমাদের সামরিক অভিযান যে দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে তা নিয়ে আলোচনা করব। সেইসঙ্গে যুদ্ধের লক্ষ্যগুলো পূরণ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করব- আমাদের সব জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসকে পরাজিত করা এবং আমাদের জন্য উন্মুক্ত শান্তির বৃত্ত প্রসারিত করা।”

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানা গেছে। তবে তিনি মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকায় ভিডিওর মাধ্যমে নিজ বক্তব্য রাখবেন।

আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য আব্বাস ও তার জ্যেষ্ঠ সহযোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার পদক্ষেপ খুবই অস্বাভাবিক ঘটনা। তবে, সাধারণ পরিষদে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থায় ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ার পক্ষে ভোট দেওয়া হয়েছে।