লেস্টারে মদিনাতুল উলুম ট্রাস্টের ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ইউকে লেষ্টারের প্রতিনিধি মোঃ আজমল হোসেনঃ লেস্টারের ডাসউড রোডে অবস্থিত এম, কে, এ সেন্টারে মদিনাতুল উলুম ট্রাস্টের উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষে এক মনোজ্ঞ ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় মুসলিম ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডন থেকে আগত প্রখ্যাত আলেম মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সওকত চৌধুরী, ফখরুল ইসলাম, বেলায়েত হোসেন ও সাবেক কাউন্সিলর আমিনুল তালুকদার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জনকে পুরস্কৃত করা হয়। দোয়ার মাধ্যমে এ মনোজ্ঞ আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, মদিনাতুল উলুম ট্রাস্ট নারী-পুরুষ, শিশু ও কিশোরদের জন্য বিভিন্ন ফ্রি কোর্স পরিচালনা করছে, যা কমিউনিটির সকল শ্রেণির মানুষকে উপকৃত করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির একটি স্থায়ী ঠিকানা অর্জনের লক্ষ্যে ব্যবহৃত ভবনটি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে কর্তৃপক্ষ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছে।





















