৬ অক্টোবর বিসিবির নির্বাচন
নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন।
আগামীকাল (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে নির্বাচনের কার্যক্রম। ওই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আর ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে আগামী ১ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেদিনই বিকালে পোস্টাল বা ই-ব্যালট বিসিবির ওয়েবসাইটে আপলোড করা হবে।
আগামী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালক পদের ভোটগ্রহণ হবে।
ফলাফল প্রকাশের সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন হবে এবং রাত ৯টায় ফল প্রকাশ করা হবে।
বিসিবির পরিচালক পদে লড়ার আগে কাউন্সিলর হতে হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কাউন্সিলরদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।





















