ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে সেলিব্রিটি শেফ টমি মিয়া কুকিং কুইন কম্পেটিশন ২০২৫ সম্পন্ন

নিজস্ব সংবাদ :

লন্ডনে বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশী রন্ধন শিল্পের সব থেকে মর্যাদাপূর্ণ টমি মিয়া আন্তর্জাতিক এওয়ার্ড সামনে রেখে শেফ এবং কালিনারি কুকিং কুইন কম্পিটিশন লাইভ প্রতিযোগিতা ও বাংলাদেশ ফুড ফেস্টিভ‍্যাল ২০২৫ অনুষ্টিত হয়েছে মেনর পার্কের রয়েল রিজেন্সি হলে।

রোববার ( ১৪ সেপ্টেম্বর ) দিন ব্যাপী কম্পিটিশনে হাজির হয়ে ছিলেন সারাদেশ থেকে আগত বিভিন্ন রিজিওনের শেফরা। বাঁছাইকরা শেফদের নিয়ে আগামী ২১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা ডিনার। এ দিন চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান দুজনকে বিজয়ী ঘোষনা করা হবে। পরে অনুষ্ঠিত হয় কালিনারি কুকিং কুইন কম্পিটিশন। প্রতিযোগীতায় অংশ নেন লন্ডন, বামিংহাম ও আশে পাশের শহরে ৯জন মহিলা প্রতিযোগী।

এ প্রতিযোগীদের মাঝ থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর পশ্চিম লন্ডনের একটি পাঁচতারা হোটেলে এওয়ার্ড, সম্মাননা পদক এবং সার্টিফিকেট তুলে দিবেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। গতকালের কম্পিটিশনে পুরুষদের জন‍্য কিথ বেস্টের নেতৃত্বে ১০জন পুরুষ জার্জ এবং মহিলাদের জন‍্য ব্যারোনেস পলা উদ্দিন এর নেতৃত্বে ৫ জন জাজ ছিলেন। যাদের মধ্যে ৪জনই ছিলেন মহিলা জাজেস।

সারাদিনব্যাপী কুক অফ প্রতিযোগীতা ছাডাও অনুষ্টান সাজানো ছিলো নাচ গানসহ নানা আয়োজনে, ছিলো বিভিন্ন ধরনের স্টল।

অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম,লন্ডন ডেপুটি মেয়র হাওয়ার্ড ডওবার, টমি মিয়া, ডা: জাকির খান, আফাজ মিয়া, সাবেক স্পিকার আহবাব হুসেইন, তোফাজ্জুল আলম, বদরুন আলম, আশরাফ পারভেজ, মুস্তাক আলী বাবুল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
১৪০ বার পড়া হয়েছে

লন্ডনে সেলিব্রিটি শেফ টমি মিয়া কুকিং কুইন কম্পেটিশন ২০২৫ সম্পন্ন

আপডেট সময় ০৭:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশী রন্ধন শিল্পের সব থেকে মর্যাদাপূর্ণ টমি মিয়া আন্তর্জাতিক এওয়ার্ড সামনে রেখে শেফ এবং কালিনারি কুকিং কুইন কম্পিটিশন লাইভ প্রতিযোগিতা ও বাংলাদেশ ফুড ফেস্টিভ‍্যাল ২০২৫ অনুষ্টিত হয়েছে মেনর পার্কের রয়েল রিজেন্সি হলে।

রোববার ( ১৪ সেপ্টেম্বর ) দিন ব্যাপী কম্পিটিশনে হাজির হয়ে ছিলেন সারাদেশ থেকে আগত বিভিন্ন রিজিওনের শেফরা। বাঁছাইকরা শেফদের নিয়ে আগামী ২১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা ডিনার। এ দিন চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান দুজনকে বিজয়ী ঘোষনা করা হবে। পরে অনুষ্ঠিত হয় কালিনারি কুকিং কুইন কম্পিটিশন। প্রতিযোগীতায় অংশ নেন লন্ডন, বামিংহাম ও আশে পাশের শহরে ৯জন মহিলা প্রতিযোগী।

এ প্রতিযোগীদের মাঝ থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর পশ্চিম লন্ডনের একটি পাঁচতারা হোটেলে এওয়ার্ড, সম্মাননা পদক এবং সার্টিফিকেট তুলে দিবেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। গতকালের কম্পিটিশনে পুরুষদের জন‍্য কিথ বেস্টের নেতৃত্বে ১০জন পুরুষ জার্জ এবং মহিলাদের জন‍্য ব্যারোনেস পলা উদ্দিন এর নেতৃত্বে ৫ জন জাজ ছিলেন। যাদের মধ্যে ৪জনই ছিলেন মহিলা জাজেস।

সারাদিনব্যাপী কুক অফ প্রতিযোগীতা ছাডাও অনুষ্টান সাজানো ছিলো নাচ গানসহ নানা আয়োজনে, ছিলো বিভিন্ন ধরনের স্টল।

অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম,লন্ডন ডেপুটি মেয়র হাওয়ার্ড ডওবার, টমি মিয়া, ডা: জাকির খান, আফাজ মিয়া, সাবেক স্পিকার আহবাব হুসেইন, তোফাজ্জুল আলম, বদরুন আলম, আশরাফ পারভেজ, মুস্তাক আলী বাবুল।