News Title :
সিলেটে বিভিন্ন দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবি প্রত্যাখ্যান ও ডিপ্লোমা প্রকৌশলীদের হুমকির প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কারিগরি ছাত্র আন্দোলন ও সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয।
বুধবার বেলা ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সিলেট নগরীর চৌহাট্টা মোড়ে অবস্থান নেন। বৃষ্টি উপেক্ষা করে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ২টায় তারা অবরোধ প্রত্যাহার করেন। এসময় সিলেট নগরজুড়ে যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি পালন করে যাবেন।
এর আগে, গতকাল মঙ্গলবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান করেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।





















