ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদা পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার সাহাব উদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তার সব দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন হয়, যা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অন্যতম হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় খনিজ সম্পদ আইনসহ ৭টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে

সাদা পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার সাহাব উদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তার সব দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন হয়, যা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অন্যতম হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় খনিজ সম্পদ আইনসহ ৭টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।