News Title :
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিসের) দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া ও পৌর শহরের হাসননগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।
পুলিশ জানায়, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জুয়েল ও শব্দর আলী মারা যান।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।