ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত সিলেট বিভাগে চলতি বছর বেড়েই চলছে ডেঙ্গু সিলেট সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চালান জব্দ চার্লি কার্ক হত্যায় নতুন রহস্য, গুলির খোসায় লেখা ‘বেলা চাও’ ভারতের ‘বি’ দলও পাকিস্তানকে হারাতে পারবে: ওয়াসান দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবি বিএনপি নেতা হেলালের জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: নুরুল হক নুর ‘জামায়াত-শিবিরের কারণে’ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাহেদ উর রহমান হৃদয়ে ফেঞ্চুগঞ্জ গ্রুপের উদ্যোগে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় ৩.৫ লক্ষ টাকা অনুদান প্রদান নদীয়ায় হিন্দু যুবকের ধর্মান্তরে এলাকায় ক্ষোভ, ত্যাজ্যপুত্র করলেন বাবা

চার্লি কার্ক হত্যায় নতুন রহস্য, গুলির খোসায় লেখা ‘বেলা চাও’

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা বা কার্তুজগুলোতে পাওয়া গেছে রাজনৈতিক বার্তা ও প্রতীক, যা তদন্তকে ঘিরে তৈরি করেছে রহস্য।

ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে গত বুধবার বক্তৃতাকালে গুলিতে নিহত হন ৩১ বছর বয়সী কার্ক। বিশ্ববিদ্যালয়ের কাছের একটি ভবনের ছাদ থেকে শক্তিশালী ‘বোল্ট-অ্যাকশন রাইফেল’ ব্যবহার করে ২০০ গজ দূর থেকে তাকে হত্যা করা হয়।

গুলির খোসায় বার্তা

ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানিয়েছেন, উদ্ধার করা কার্তুজের একটিতে লেখা ছিল—‘ওই, ফ্যাসিবাদী! ধর!’ আরেকটিতে লেখা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতালির ফ্যাসিবাদবিরোধী এক গানের কথা—‘বেলা চাও’।

এ ছাড়া অন্য খোসাগুলোতে অনলাইন গেমিং সংস্কৃতি থেকে নেওয়া প্রতীক ও শব্দ পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, এসব বার্তা হত্যাকারীর রাজনৈতিক ও সাংস্কৃতিক মনোভাব বোঝার সূত্র হতে পারে।

হত্যাকারীর পরিচয়

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন কাউন্টি থেকে আটক করা হয় ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে।

তিনি স্থানীয় একটি টেকনিক্যাল কলেজে ইলেকট্রিক্যাল অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রামের তৃতীয় বর্ষের ছাত্র। এর আগে তিনি ইউটাহ স্টেট ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছিলেন।
রবিনসনের পরিবার মরমন সম্প্রদায়ের (খ্রিষ্টানদের একটি শাখা)। তিন ছেলের মধ্যে তিনিই বড়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মা অ্যাম্বারের পোস্ট করা ছবিগুলো দেখে পরিবারটিকে ঘনিষ্ঠ ও ধর্মপ্রাণ মনে হয়েছে। প্রতিবেশীরাও গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
৭ বার পড়া হয়েছে

চার্লি কার্ক হত্যায় নতুন রহস্য, গুলির খোসায় লেখা ‘বেলা চাও’

আপডেট সময় ০১:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা বা কার্তুজগুলোতে পাওয়া গেছে রাজনৈতিক বার্তা ও প্রতীক, যা তদন্তকে ঘিরে তৈরি করেছে রহস্য।

ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে গত বুধবার বক্তৃতাকালে গুলিতে নিহত হন ৩১ বছর বয়সী কার্ক। বিশ্ববিদ্যালয়ের কাছের একটি ভবনের ছাদ থেকে শক্তিশালী ‘বোল্ট-অ্যাকশন রাইফেল’ ব্যবহার করে ২০০ গজ দূর থেকে তাকে হত্যা করা হয়।

গুলির খোসায় বার্তা

ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানিয়েছেন, উদ্ধার করা কার্তুজের একটিতে লেখা ছিল—‘ওই, ফ্যাসিবাদী! ধর!’ আরেকটিতে লেখা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতালির ফ্যাসিবাদবিরোধী এক গানের কথা—‘বেলা চাও’।

এ ছাড়া অন্য খোসাগুলোতে অনলাইন গেমিং সংস্কৃতি থেকে নেওয়া প্রতীক ও শব্দ পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, এসব বার্তা হত্যাকারীর রাজনৈতিক ও সাংস্কৃতিক মনোভাব বোঝার সূত্র হতে পারে।

হত্যাকারীর পরিচয়

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন কাউন্টি থেকে আটক করা হয় ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে।

তিনি স্থানীয় একটি টেকনিক্যাল কলেজে ইলেকট্রিক্যাল অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রামের তৃতীয় বর্ষের ছাত্র। এর আগে তিনি ইউটাহ স্টেট ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছিলেন।
রবিনসনের পরিবার মরমন সম্প্রদায়ের (খ্রিষ্টানদের একটি শাখা)। তিন ছেলের মধ্যে তিনিই বড়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মা অ্যাম্বারের পোস্ট করা ছবিগুলো দেখে পরিবারটিকে ঘনিষ্ঠ ও ধর্মপ্রাণ মনে হয়েছে। প্রতিবেশীরাও গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন।