ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ইউএনওর গাড়ির চাপায় নিহত ১

নিজস্ব সংবাদ :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনওর গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন জানান।

নিহত ফরিদ মিয়া (৫০) দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। এ সময় ইউএনওকে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের ফটক দিয়ে প্রবেশ করছিল। তখন গাড়িটি তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শরীফ মিয়া সাংবাদিকদের বলেন, “গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।”

দক্ষিণ সুরমার ইউএনও ঊর্মি রায় বলেন, “একটি দুর্ঘটনা ঘটেছে। মূলত আমার গাড়ির ধাক্কায় উনি আহত হন। পরে আমরা উনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনার পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি দুর্ঘটনা।”

পরিদর্শক বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহটি নেওয়ার আবেদন করেন। পরে ম্যাজিস্ট্রেটের অনুমতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২০ বার পড়া হয়েছে

সিলেটে ইউএনওর গাড়ির চাপায় নিহত ১

আপডেট সময় ০৯:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনওর গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন জানান।

নিহত ফরিদ মিয়া (৫০) দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। এ সময় ইউএনওকে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের ফটক দিয়ে প্রবেশ করছিল। তখন গাড়িটি তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শরীফ মিয়া সাংবাদিকদের বলেন, “গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।”

দক্ষিণ সুরমার ইউএনও ঊর্মি রায় বলেন, “একটি দুর্ঘটনা ঘটেছে। মূলত আমার গাড়ির ধাক্কায় উনি আহত হন। পরে আমরা উনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনার পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি দুর্ঘটনা।”

পরিদর্শক বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহটি নেওয়ার আবেদন করেন। পরে ম্যাজিস্ট্রেটের অনুমতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।